কলার খোসা দিয়ে দাঁত মাজলে কি উপকার হয় তা জেনে নিন এক মিনিটে

প্রথমত, কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা দেহে হাড় গঠনের জন্য অনেক উপকারী । দাঁত যেহেতু আমাদের ক্যালসিয়াম দ্বারা গঠিত এবং প্রতিনিয়ত আমাদের অযত্নের কারণে আমাদের দাঁত বিভিন্ন কারণে ক্ষয় হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের খাবার খাওয়ার কারণে দাঁতের সমস্যা দেখা দিতে পারে I এছাড়াও আমাদের পরিবেশের পানিতে অনেক আয়রন থাকে যার কারণে আমাদের দাঁতে আয়রন জমে হলুদ আবরণ ধারণ করে এবং যারা প্রতিনিয়ত পান খায় তাদের দাঁতে লাল রঙ ধারণ করে ফেলে এবং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং কি দাঁতের ক্যান্সারও দেখা দিতে পারে ৷ তো এর থেকে আমাদের ঘরোয়া উপায়ে কিভাবে 



কলার খোসা দিয়ে দাঁত মেজে আপনার দাঁত কে ঝকঝকে পরিষ্কার করবেন তা ঘরোয়া উপায় বলে দেয়া হচ্ছে 


  • একটি কলার খোসা কিছু অংশ নিব ।

  •  এবং সেইগুলো চামচ কিংবা ছুড়ির সাহায্যে ভেতরের দিকটা সুন্দর ভাবে চেছে নিব ।

  •  তার সাথে কিছু পরিমাণ লবণ মিশিয়ে দিব I

  •  সাথে তার মধ্যে আমাদের  নিত্য ব্যবহৃত টুথপেস্ট যোগ করে দিব ।

  •  এবং তার মধ্যে অল্প পরিমাণ পানি মিশিয়ে সেগুলো সুন্দরভাবে মিক্স করে নিব ।


এইবার প্রত্যেক দিন এই মিশ্রণটি দিয়ে আমাদের দাঁতকে সকালে এবং রাত্রে ঘুমানোর পূর্বে পরিষ্কার করে নিব, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার দাঁত ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের বঙ্গ’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url