পলিথিনের ব্যবহার বিকল্প হতে পারে পাটের তৈরি পলিজুট
পলিথিন হচ্ছে পরিবেশের দূষণের একটি অন্যতম উপকরণ । পলিথিন ব্যবহারের ফলে পরিবেশের উপর মারাত্মক ক্ষতি প্রভাব পড়ছে । পলিথিন হচ্ছে পরিবেশের যে কোন মাধ্যমে সর্বোচ্চ দীর্ঘদিন ধরে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে । পলিথিন বিভিন্ন পরিবেশে বিভিন্নভাবে ক্ষতি কারণ হতে থাকে । মাটিতে পলিথিন মিশে থাকার কারণে দীর্ঘদিন তার অস্তিত্ব টিকে থাকে যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয় । এবং এই পলিথিনি যদি পুকুরে পড়ে থাকে সেক্ষেত্রে পুকুরের পানি দূষিত করে থাকে যার ফলে মাছের উর্বরতা নষ্ট হয়।
আর এই সকল ক্ষতির সম্মুখীন এড়াতে পলিথিন এর বিকল্প হিসেবে হতে পারে পাটের তৈরি ব্যাগ যেটিকে বলা হচ্ছে পলিজুট । যা বর্তমান উদ্ভাবনা এক নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে এই পলিজুট ।
মূলত পাট থেকে তৈরি দেখতে হুবহু পলিথিনের মত হলেও এটি পলিথিন নয় পাট থেকে তৈরি সোনালী ব্যাগ । আর এই ব্যাগ ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যে মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করবে এবং পুকুরে ফেলে দিলেও দীর্ঘদিন জমে থাকবে না অল্প কিছুদিনের মধ্যেই পানির সাথে মিশে মাছের খাদ্য হিসেবে উর্বরতা বৃদ্ধি করবে ।এই ব্যাগটি তৈরি হয়েছে মূলত প্রথম উপকরণ হিসেবে পাট ।
আমাদের বঙ্গ’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url