শীতের মৌসুমে বাজরিগার অধিক বাচ্চা পেতে যা কিছু করবেন
বাজরিকা পাখি মূলত খুব সৌখিন পাখি এবং দেখতে এগুলো অনেক সুন্দর এবং অনেক রকমের কালারের হয়ে থাকে। এই পাখিগুলো পালন করা যেমন সহজ এবং দেখতে অনেক সুন্দর , অপরদিকে সঠিকভাবে যত্ন না নিলে এগুলো সঠিক পরিচর্যা না নিলে তখন তার বংশবিস্তার করতে পারবে না এবং বেশিদিন বাঁচবেও না। গরমের মৌসুমে যেমন এই পাখিগুলোর এক ধরনের সমস্যা হয়। অন্যদিকে শীত আসলে এই সমস্যা হয় আরো দ্বিগুণ।
তবে, শীতের মধ্যে এ পাখির বংশবিস্তার ঘটে থাকে অন্য মৌসুমের তুলনায় অনেকগুলো বেশি । শীত আসলে যে কাজগুলো আপনি করবেন তা হচ্ছে,
প্রথমত পাখি যদি আপনি খাঁচা অথবা কলোনি করে রাখেন তবে তার চারপাশে সুন্দর মত ঘিয়ে দিবেন পলিথিন, চট অথবা কাপড় দিয়ে যেন তার কোন ভেন্টিলেশন বাইরে থেকে কোন বাতাস ভেতরে আসতে না পারে এবং পাখিকে যেন ঠান্ডা না লাগে।
পাখিকে রেগুলার সকালবেলায় কুসুম গরম পানি দিতে হবে এবং পাখির ঘরে থেকে সন্ধ্যার আগেই বিকেল হওয়ার সাথে সাথে পানি সরিয়ে ফেলতে হবে এবং সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পানি সরিয়ে ফেলা না হয় তাহলে সেক্ষেত্রে পাখিকে ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যাবে।
পাখিকে রেগুলার সিডমিক্স খেতে দিতে হবে বিভিন্ন ধরনের শস্য দানা একত্রে মিশে যে খাবারটি দেওয়া হয়।
শীতে পাখিকে প্রতিদিন সিডমিক্স খেতে দিবেন সিড মিক্স খাওয়ার ফলে পাখির বডি গরম থাকবে এবং পাখি পুষ্টি ভালো পাবে।
শীতের সময় বিভিন্ন শাকসবজি উঠে থাকে বাজারে আর সেই সকল শাকসবজি একত্রে সুন্দর করে খুঁজি খুঁজি করে কেটে তার সাথে ডিম সিদ্ধ করে সুন্দর করে কুচি কুচি করে সুন্দর একটা মিক্সড তৈরি করে সপ্তাহে দুই থেকে তিন দিন বাজরিকা পাখি সকালবেলাতে প্রোভাইড করবেন। যেন এই খাবারটা তারা কোনরকম বেলা ২ঃ০০ টার পরে আর না খায়।
রাতে বাজরিকা পাখি রুমের মধ্যে রুমের সাইজ অনুযায়ী কিছু লাইট দিয়ে রাখতে হবে যেন ঘরটি রাত্রেবেলাতে গরম থাকে এবং পাখিদের সহনীয় তাপমাত্রা অনুযায়ী নিবারণ করতে পারে।
আর সর্বশেষে বলে রাখি আপনাদের কাছে এই সময় পর্যাপ্ত পরিমাণ হাতের কাছে ঠান্ডা লাগার ওষুধ মাইক্রনিট এবং রেনা-ভৈট এছাড়া আরও যে সকল ঠান্ডালাগা জনিত ওষুধগুলো আছে সেগুলো হাতের কাছে রাখবে এবং প্রতি সপ্তাহে অন্তর সপ্তাহে দুই দিন বা তিনদিন এই ওষুধগুলো দিয়ে ঠান্ডা লাগার কোর্সটা কমপ্লিট করে নিবেন।
আমাদের বঙ্গ’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url